তারা এসেছিল বনের মাঝে, বনভোজন ও স্মৃতি আঁকতে
গাছেদের হাওয়া, টলমলে পানির ঠাণ্ডা পরশ, কিংবা সঙ্গীর আনন্দ নিতে
তোমাদের মতো তারাও ভালোবাসে নিজেকে, আপনজন কে
তাদেরও অতীত পীড়া দেয়, ভুলের লজ্জা তাড়িয়ে বেড়ায়
তোমরা যারা আজকে বেঁচে উৎসব করো,
আগামীকাল কে আজ ভাবো, কিংবা আজকে গতকাল
তারাও বর্তমানে বাঁচে
তারা বনের মাঝে হারানোর ভয় পেয়ে একত্রে থাকে
তাদের সংখ্যা সাত, নর নারীর বৈষম্য
তোমাদের মনে উত্তেজনা সৃষ্টি হবে এই বললে
সেখানে নারীর সংখ্যা চার!
তোমাদের মনে কন্সপিরেসি থিওরি বেজে উঠবে
অথবা ত্রিভুজ প্রেম কিংবা একটা অজানা বেদনা!
সাতজনের মধ্যে সম্পর্কের দানাবাঁধানোই তোমাদের ইচ্ছা
তোমরা শুনতে চাও তাদের গল্প, তাদের অনুভূতি
তাদেরকে নিয়ে খেলা আমি তখন,
পুরো পৃথিবীতে তাদের একলা করে দিয়ে সমাপ্তি টানি।