আমার মৃত্যু যদি হয় তোমার জয়,
শুখনো গোলাপের কাঁটায় হবে আমার ক্ষয়।
খর খুঁটো আঁকড়ে ধরে যেমন দিয়েছিলাম উত্তাল সমুদ্র পার,
পাড়ে আছড়ে পড়ে হয়েছিল আমার হার।
একদিন প্রতিদিন বাসের তপ্ত সিটে বসে ভেবেছি তোমার মুখ,
এখন ভাবি তোমার পাশে বসায় আমার সুখ।
কমল ত্বকের নরম স্বরের কর্কশ মনের তুমি,
আলোকিত করলে আমার আকাশ আর জমি।
জোনাক নাচে আলো ছড়িয়ে, বিজলি নাচে শব্দে
বৃষ্টিতে তার নদী ভাসে, বন ফুলের গন্ধে।
দূরে সোজনের বাঁশি বাজে, মৃত্যু কড়া নাড়ে
বিষ-নাগিনীর ছোবল খেয়ে, রোমিও সব মরে।
উত্তাল-পাতাল প্রেম দিয়ে শুরু, মাঝে দ্বিধা দ্বন্দ্ব
প্রেমিকারা আশ্রয় খুঁজে, প্রেমিক করে যুদ্ধ।