হে আমার দেশ, প্রতিটি শহর, প্রতিটি গ্রাম, প্রতিটি মানুষ
হে আমার দেশ, তুমি আর আমি অথবা আমরা আজ কথা বলি
শুনেছি তোমার নদী গুলো শুকিয়ে গেলেও ফসলের মূল্য ঊর্ধ্ব গতিতে
দালালরা ফুলে ফেঁপে একাকার, নতুন জমির ক্রমশ উন্নয়ন।
চারদিকে তোমার উন্নয়নের ব্যনারে ছেয়ে গেছে প্রতিটি দেওয়াল
উপচে পড়ছে তোমার কিরায়াদারের তোষামদে
বিকিয়ে দিচ্ছে নিজেদের প্রতিটি বাক্য প্রতিটি শব্দ
এবং উচ্ছিষ্ট খেয়ে কঙ্কালসার হয়ে বেঁচে আছে তোমার সন্তানেরা।
হে আমার দেশ, তোমার সন্তানেরা নিজের রক্তে বারবার সোনা ফলিয়েছে
প্রতিবার এই সম্পদে রিষ্ট পুষ্ট হয়েছে লুটেরা, করেছে পাচার
মীর জাফর, ইংরেজ, পাকিস্থান, রাজাকার কিংবা তারা
আর কত চুষে নিবে তোমার রক্ত, কবে মিটবে তাদের তৃষ্ণা।