ময়নারে লইয়া এখ্যান শহর আইলাম
মাইয়াটা ঘর আর ইশকুল ছাড়া আর কিছু দেহ্যে নাই,
আমারও জীবন কাটছে ঘরের মায়ায়!
বিদেশ যাইতে ভয় হয়, চেওউরাই আমার দেশ
দেশ, মাটি, ফসল আর ঘরই আমার সব।
আমার মাইয়া পড়ালেখা কইরা শহর দ্যাখতে চায়
আমার বাজান ক্ষেতে লইয়া কামে লাগাই দিত
হেটাই কইরা বড় হইছি
আমার নিজের কিছুই করনের ইচ্ছা আছিল না
আমার মাইয়া কিন্তু আলাদা
হেয় নিজেই থেকে বেবাক কিছু করতে চাই।
বউ কিছু টাকা দিয়া আমারে পাঠাই দিল
ময়নারে শহর দেখাইতে।
এখ্যান শহর দেখলাম এই জীবনে
এতো বড় সব কিছু, মানুষগুলান শুধু দৌড়ায়
সকালে অনেক আওয়াজ, রাতে সব চুপ
---------------