উঠানের ভাঙ্গা গাছটা
যেটা গত রাতের বিজলির কাছে হেরেছে
মরেছে সে পরাজয়ে
মরবো আমিও
তবে নয় পরাজয়ে
জয়ী হয়েই মরতে চাই।
মানুষ অপরাজেয়, সেই মানুষ আমি
ভুল করতে পারি
মানি না কোন ন্যায়ের উলটো
ভালো আমাকে বাসতে হবে
এটাই যে মানুষের ধর্ম
উঠানের ভাঙ্গা গাছটা
মৃত, পরা্জয়ী সেই গাছটা
জাগিয়ে তুলেছে আমাকে।