মেয়ে তোমাতে আসক্তির কারণ
হালকা আলতা রঙের গালে ক্ষুদ্র ক্ষুদ্র বরণ
তার উপরে স্লীমকেশের কোঁকড়ানো আবরণ
ওই মুখেতে টোলা পড়া ভাল্লাগে
ঈষৎ গোলাপী আভার ওষ্ঠোধরে
সুখের তরঙ্গ ভঙ্গে যাই আটকে
ওই ঠোঁটেতে ছুঁয়ে দিতে মন টানে
পরশে মাতাল হতে ভাল্লাগে
তোমার অন্তর বিধ্বংসী টানা টানা চোখে
বারে বারে ধ্বংস হতে বাসনা জন্মে হৃদয় গহীনে
মন পুড়েছ ওই চোখের ঝিলিক গোপন আগুনে
বারে বারে ভস্ম হতে ভাল্লাগে
ঝুলতে থাকা লম্বা স্লীম রেশমি কেশে
মম নাক চায় যেতে মিশে একাকার হয়ে
ওই চুলেরি ঢেউগুলো বারবার টানে
নাকের ডগায় সুড়সুড়ি দিতে কেশে ভাল্লাগে
ওই মুখেরি কোণা নাকটি মন টানে
মৃদু মৃদু উষ্ণ বাতাসে উতলা হয়ে
ভালোবাসায় সিক্ত হয়ে যাব হারিয়ে
ওই নাকেরি পরশ পেতে ভাল্লাগে
পুরোটা সময় জুড়েই তোমাতে তাকিয়ে
ওই হারিণী চেহেরা আর ঝলমলে কায়াতে
বৃষ্টিস্নাত কাপড়ের সদৃশ মিশে একিভূত হয়ে
লেপ্টে থাকতে ভাল্লাগে।
বার বার তোমাতে হারাতে
তোমার সাথে মিশে একাকার হতে
তোমার সবকিছু মোহিত করে টানে টানে
আনমনে তোমাতে হারাতে ভাল্লাগে।