চব্বিশের জুমাতুল বিদা প্রাপ্তি-অপ্রাপ্তির মাঝে,
পঁচিশ আসুক আশা-আকাঙ্ক্ষা পূরণের সাজে।
বছরের শেষ জুমা অজান্তেই পূর্ণতা পেল,
স্রষ্টার দানে জীবনটা সুখে-শান্তিতে গেল।
দয়া করো! ক্ষমা করো! ওগো মালিক রাব্বানা,
নতুন জুমার আগেই বানাও আমায় দিওয়ানা।
হৃদয় ভরা আশা, কর কবুল তব ভালোবাসায়,
সব নেক মাকসুদ তোমার হাবিবের উসিলায়।
গোনাহ মাফ চাইব, নাই সেই ক্ষমতা,
বিরত থাকা যে ছিল আমারই অক্ষমতা!
হেয় অতি ক্ষুদ্র আমি, তোমার বান্দা,
ক্ষমা না করে আজ করিবেন না সন্ধ্যা।
পৃথিবীর পাপের সাগরে সাঁতরে বড়ই ক্লান্ত,
পুণ্য অর্জন ছিল কর্ম, কিন্তু করেছি পাপ অত্যন্ত।
জানি, তুমি দয়াবান রহমান রহিম পাপী বান্দার,
দয়া করো, মাফ করো পাপ এই অভাগার।