পৃথিবীর আলো আজ আপসা,
জীবনের আলো তীব্র ঝাপসা,
স্বপ্ন সব আজ হারিয়ে গেল অমাবস্যায়,
লক্ষ্যচ্যুত প্রাণ চলে অন্ধকার অমানিশায়।

পিপাসায় কাতর বুক করে শুধু হাহাকার,
লক্ষ্যভ্রষ্ট আমি আজি নেই তার আকার,
নিভু নিভু আশার প্রদীপ,ক্ষীণ ক্ষীণ আলো,
জীবনটা ঢাকা তীব্র কুয়াশায় অগোছালো‌।

জীর্ণশীর্ণ আজি আকাঙ্ক্ষার দেয়াল,
থেমে গেল জীবনের সব কোলাহল,
নিস্তব্ধ নিঃস্ব বড় কঠিন চাদরে,
আবৃত হয়ে আমি আড়ষ্ট বোধে।

ভালো মন্দ সবি কবর দিয়েছি,
সাথে শুধু মুমূর্ষু জীর্ণ প্রাণটা রেখেছি,
হাটিতেছি পৃথিবীর পথে বড় নিঃস্ব হয়ে,
ভেসে আসে মম কলিজা পোড়া গন্ধ নাকে।

মড়মড় আওয়াজ আসে কানে,
স্বপ্ন ভাঙ্গা আর ব্যথায় ককিয়ে,
হেলেদুলে হেঁটে হেঁটে যাচ্ছি চলে,
অচেনা অজানা ব্যর্থতার পথে,

কভু হবেনা ফেরা,
সব স্বপ্নের আজ যবনিকা।