পূর্ণিমা জোৎস্নাযামী ঝি ঝি নিরবতা ভোগে,
খুঁজি জোৎস্না  বিলাসে হর্ণি হয়ে,
কলকল ধ্বনিতে মুখরিত সন্ধ্যা নদী তটে,
ঊরুয়ে মাঝে মাঝে মাথা ছোঁয়াতে।

গোধূলির লালচে আভা নিভে ,
চন্দ্রিমার সুভ্রতা ছড়াছড়িতে,
ঝিঁঝিঁর ঝি ঝি,জোনাকির মিটিমিটি হাসিতে,
আমাদের সম্ভোগ অদ্বিতীয় ও বেনজির হবে।

তব সৌন্দর্যের ঝলকানি,
চন্দ্রের করিবে আলোহানি,
তব বাহুডোরে আবদ্ধে অথবা কাঁধে ঘুমিয়ে,
পুরোটা সময় ফুরিয়ে ভোরের পাখি ডাকিবে।

কখনো কি সঙ্গ দিবে,
এমন মনোরম পরিবেশে,
সন্ধ্যা নদী তটে। ভালোবেসে!