বিয়ে কর, গোনাহ ছাড়, চল জীবন গড়ি,  
পবিত্র পথে একসাথে হই, সুখের পানে চলি।  
নব দাম্পত্যে ফুটুক ফুল, হৃদয়ে খুঁজে সাথ,  
তুমি আমি মিলেই হবো একে অপরের হাত।  

গোনাহর পথে হাঁটবে কেন? প্রেমে আছে আলো,  
একসাথে গড়া ঘর যেন হয় আশারই পালো।  
তুমি যদি থাকো পাশে, পূর্ণ হবে মন,  
সত্য-মিথ্যা সব ভুলে, খুঁজে পাবো জীবন।  

বিয়ে নয় শুধু রীতি, তাতে আছে মধুর পরশ,  
প্রতিটি ক্ষণেই মেলে শান্তি, ভালোবাসার বরষ।  
সুখ-দুঃখের পথে যেন মিলে যাই দুজন,  
পবিত্রতার ছোঁয়া পাবে আমাদের এই জীবন।