নারী রূপের মরিচীকায় মন ছুঁতে হয়,
দেহ ছোঁয়া শুধু নারী ছোঁয়া নয়।
দেহ! সেতো নিষিদ্ধ পল্লীতেও রয়,
সেটা তো আর দিল ছোঁয়া নয়।
মা বোন ফুফু খালা সহধর্মিণী হয়,
সংকটাপন্ন অবস্থায় না ছেড়ে পাশেতে রয়।
মন জয় করাই নারী জয়,
অন্য কিছু সবই অপচয়।
জয় পরাজয় হিসাবে নারী,
মহা সফল নারী জয়ী।
নারী জয়ী হতে পারে মহৎ কিংবা ছলনাময়ী।
কিন্তু তারা বড্ড আজব জাতি,
ভালোবাসে তারা ছলনাময়ী।
ভালোবাসার পাথারের লহরে হারাতে সময় নেয় না খুব বেশি।
নতুনত্বের ছোঁয়ায় অতীত যায় তাদের অমানিশা অন্ধকারের মহা-যজ্ঞে।
বিপরীত জাতি বেঁচে থাকে আঁকড়ে তাদের স্মৃতি।
দুনিয়ার আজব রীতি, শেষ আছে সবই, হবে বিচারে মুখোমুখি জিন ও মানব জাতি।