তোমার স্ফীত মাংসের গভীর বুকে,
উঠেছে ঢেউ আমাকে পেতে।
আমার হৃদয় তলায় উঠেছে ঝড়,
তোমার কামনা মিটাতে।।
তুমি চাও, আমি আসি,
আমি চাই, ডাকো তুমি।
তোমার চুমুর তাপেই,
জমানো বরফ যাবে গলে।।
তোমার অভিমানে আমার প্রেম,
তোমার তৃষ্ণায় আমার স্বপন__
আকাঙ্ক্ষা পরশের অনুলেম।
অভিমানের চাদরে ঢেকে,
বারবার,
প্রেম-সুখে ঝড়ে ভিজে তৃষ্ণা মেটাতে।
নরম হাতের ছোঁয়ায় ডাকিবে,
আসো, তোমার জায়গা এখানে__
আমার গভীর আলিঙ্গনে।।
তুমি আমার আশ্রয়,সব বেদনার মহৌষধ,
তোমারি ছোঁয়া পেয়ে ফুরাবে সব অতৃপ্তি,
আর তোমারি বুকেতে কত শত লিখব কবিতা,
তুমিই আমার হৃদয়ের মধুবালা।।