ছোট্ট ঘরে শান্ত বসত,
মনে আছে কত শত।
সাদা-পাঞ্জাবি, মাথায় টুপি,
চুপটি বসে স্মৃতির রূপি।

একাকীত্বে ডুবে থাকা,
কী যে ভাবছে মনের বাঁকা।
প্রাচীর জুড়ে ধুলো জমে,
সময়ের ছাপ ভেসে ওঠে।

জীবন যদি গল্প হতো,
সবই কি তবে লেখা যেতো?
চোখে তার এক আকাশ স্বপ্ন,
যেন বাতাসে ভাসে মুক্ত।

কোনো একদিন সেই প্রহরে,
নীরবতা ভাঙবে ঝড়ে।
স্মৃতি, স্বপ্ন, আশা-ভরা মন,
হাসবে আবার উজ্জ্বল জীবন।