সহসা পরিচয়ে পরিত্যক্ত এ হৃদয়ে;
এক অজানা সুখের হিল্লোল বয়ে;
একাকীত্ব আর ভীষণ বিষন্ন ক্ষণে;
আপনার আগমনে কিছুটা ঘোচে!
কেন জানি মনে হয় আমার চিরচেনা;
শত শতাব্দী পুরনো আমার চমুরঙ্গসেনা;
শত ব্যস্ততায় কিছু করতে ভাল্লাগেনা;
সঙ্গ দিলেন যে কিনা আপনার অজানা!
আপনি আমার একটা কবিতা চেয়েছেন;
অথচ আমার প্রতিটা কবিতায় থাকবেন;
যে কোন ভাবে ছলে বলে উঠে আসবেন;
শুধু কখনো আমায় ভুলে চলে না যাইবেন!