বিষন্ন আত্মা হাহাকার মম দিল,
পাইনি পথের দিশা,কর্মে অমিল।
লক্ষ্য আর উদ্দেশ্য হারিয়ে আজি,
মহা পণ্ডিত বারে বারে সুরে সাজি।
নিজকর্মে অবহেলা, পরকর্মে মজি,
মানবতাবাদী, নিজের কর্মে পাজি।

দিন ও প্রাত যায়, যায় সব একে একে,
বয়সের ছাপে সব এবার যাবে পেঁকে।
মূল্যবান সময় অপচয়ে আমি সেরা,
অকর্মণ্য আমি,নেই যে তাতে জোড়া।
বছরের সব দিন, সবগুলো ক্ষণ,
কাটিয়ে দিই ফেলে নিঃশ্বাস ঘন।

হতাশা অন্ধকারে ডুবে ধীরে ধীরে,
জীবনীশক্তি অবেলায় যাচ্ছে মরে।
আশা-আকাঙ্ক্ষা পূরণ তো বাদ,
পাই কিনা দুবেলা দুমুঠো ভাত।
এরই নিশ্চয়তা নেই আমার,
তবুও ভদ্রলোক আমি সবার।

কত দিন যাবে ধরে ভণ্ডের মুখোশ,
আমার এই মুখোশের হবে অসুখ।
সব কিছু হবে প্রকাশ্যে একে একে,
জীবন তরীও বসবে অচিরে বেঁকে।
সময় যাচ্ছে চলে, সাধন তো নেই,
লক্ষ্য উদ্দেশ্য পুড়ে হয়েছে ছাই।

নিরব কান্নার অব্যক্ত কথা,
জানেন শুধু অন্তর্যামী রাব্বানা।
যতপব গোপন ব্যথা বেদনা,
তার কাছেই বলি,বাকি সব বৃথা।