মিথ্যে সবি নষ্ট  জীবন কষ্টে ভরা গল্প,
ঘুমন্ত বিরহজালা নয়তো তা অল্প স্বল্প।
বিরহে তব চক্ষু জল পড়েনি কি যৎসামান্য?
কখনো জাগেনি অনুভূতি তব ইচ্ছে যে অন্য।

তবে আমি ছিলাম ভুল এই গল্পে,
মিথ্যা ছলনায় রেখেছিলে মাতিয়ে!
আমার সর্বস্ব কেড়ে নিলে হাতিয়ে,
করিলে সবি মিথ্যে মায়ার ফাঁদে।

এতটুকু মায়াও জাগলো না তব পাষাণ চিত্তে?
আমার তো ছিল না যৎসামান্য অভিনয় প্রেমে!
সবকিছু ভন্ডুল হয়ে গেছে তব মোহের অস্তিত্বে,
আজ আমি বড় নিঃস্ব নিস্তব্ধ তোমাকে হারিয়ে।

কেন করিলে এমন নেমকহারামি?
বিন্দু পরিমাণও কি ভালোবাসোনি?
মম আবেগ অনুভূতি অযথা ভস্মীভূত করিলে,
কি দোষ ছিল আমার জড়ানো তব মোহ মাধুরীতে?

এত এত রাত জাগা, শান্তি বলতে সব ধ্বংস করা,
তবুও মনে নাড়া দেয়নি বিন্দু পরিমাণ ভালোবাসা!
নাকি বুঝেও মন রাজ্যে ধরপাকড় করা কথা শোননি?
ভালোবাসায় বড় নিষ্ঠুর!তব হৃদ মন্দিরে স্থান হয়নি।