ক্ষণিকের অতিথির তরে মন যে খুব ব্যাকুল
সামান্য সময়ের আগমনে মন হারিয়েছে কূল
দুদণ্ড সময়ই মনে হচ্ছে প্রতিটি মুহূর্তই শ্রেষ্ঠ
পুরো জনম দুঃখে ভাসাবে অশ্রুত তার কণ্ঠ

ছিলে অচেনা অজানা কেউ ক্ষণিক মুসাফির
তব বিচ্ছেদে তবুও অস্থির আমার হৃদ মন্দির
খুব বেশি অনুভূতি তব বাক্যে রইবে মনে চির
রিক্তহস্ত আমি তব অস্তিত্বে অথচ ছিলাম বীর

আজো গভীর নিশিতে ভাবি তুমি কেমন আছো
তোমাকেই চাই বলে খুব সুন্দর মানিয়ে নিয়েছো
তব লিখিত প্রতিটি বর্ণ নতুন করে বাঁচার স্বপ্ন
মিথ্যা মায়াজালে রেখেছিলে হৃদয় করে বিপন্ন