নিজের দোষে হায় মজাইলা অবনী
তোর কারণে লজ্জিত ধরণী।
ছি! তুইও নাকি শিক্ষা গুরু,
করেছ ধর্ষণ নাটের গুরু।
জাতি লজ্জিত এহেন পাপে,
মৃত্যু দণ্ডের আশে,
ধর্ষিতা প্রহর গুনে।
নাই!কোথাও নাই সুশাসন।
ধর্ষক চরিত্রহীন দেশের ধন।
৯০ভাগ মুসলিম দেশে,
১ভাগ মুসলিমও কি আছে!
মুসলিম আদতে শুধু জন্মে,
নেই সে নিজের অস্তিত্বে।
জন্মে মুসলিম নেই কোন জ্ঞান,
দুনিয়াবি দীনি সবখানেই অঘারাম।
অষ্টরম্ভা মুসলিম আজ ঘটিরাম।
আধা খেঁচড়া জাতি জানে শুধু কাগাবগা,
মুসলিম চির রণবীর,
গলগ্রহ অষ্টবজ্র সম্মিলন অধরা।
আক্কেল গুড়ুম অপেক্ষায় ত্রাণকর্তা,
চশমখোর কান কাটা।
মুসলিম চির-রণবীর,
আজি ভূলুণ্ঠিত তোমার উন্নত মম-শির!
তোমারি শির দেখে নতশির ছিল ওই শিখর হিমাদ্রির,
আজি জড়ভরত, নাইকো শির।
কিন্তু কেন!জ্ঞান বিজ্ঞান প্রজ্ঞা সবই হারা,
লুকানোর নাই কোন আখড়া
আছে!হাঁ অবশ্যই আছে!
আছে শুধু শাস্তির তাড়া।
আজ বাস্তচ্যুত,অবিরত খাচ্ছ মার,
আল্লাহু আকবার ধ্বনি কেন এত ক্ষীয়মান!
যে ধ্বনিতে প্রকম্পিত হতো তামাম জাহান
কেন আজ তার এত অবমান!
অপমানে হচ্ছো তার মহত্বের সমান।