এত এত লাঞ্ছনা তোদের উপরে চাপিয়ে দিল কে?
চারিদিকে শুধু ধর্ষণ আর ধর্ষণের ধ্বনি মুখে মুখে।
বাবার সামনে তার দুলালী, মায়ের সামনে মেয়েকে,
স্বামীর সামনে স্ত্রীকে, আর ভাইয়ের সামনে বোনকে—
আর কত কাল চলবে তা? ধিক্কার তোদের পুরুষত্বে!

মার আঘাত, বের কর কলিজা, ছিঁড়ে ফেলে বুক—
ধ্বংসে-বীণা বাজুক, মস্তক বিদীর্ণ হোক ধর্ষকের।
মুসলিম চির রনবীর! হয়েছ কেন আজ কাপুষ?
কাঁপুক দুনিয়া, হও খুনিয়া, দিবানিশি রক্তচোষ।

এক মুসলিমার সম্ভ্রম হানিতে খাইবার তাড়িত ইহুদি,
আজ শত শত ধর্ষিতা কেঁদে মরে, কোথায় তোর তরবারি?
হাতে কি উঠেছে শাঁখা আর চুড়ি, মুসলিম তুমি?
কোথায় তুমি—তোমরা সবচেয়ে বেশি সম্মানের অধিকারী?

ধর্ষকের বীর্য হয়ে উঠে না কেন তার ফাঁসি?
কীভাবে রক্ষিলে তুমি মানবতার মহান বাণী?
সুপ্ত আগ্নেয়গিরি আর কত রাখবে চেপে?
ফুঁসে তুল ধ্বংস লীলায়, ধর্ষণ রোধ কল্পে।