চিত্তহারিণী আসবে
✍️✍️ মোঃ ছানা উল্লাহ
অন্তরের মণিকোঠায় যার আবাস,
দুনিয়াতে নেই তার কোন বসবাস;
খুঁজি হর্ণি হয়ে,থাকো কোন প্রবাস,
আসবে সহসা একদিন এ আশ্বাস!
যে থাকে অস্তিত্বে হৃদয় গহীনে,
জানিনা কে সে!তবে সে আছে,
যাকে ঘিরে এত জল্পনা কল্পনা,
এত আয়োজন! লেখি কবিতা!
ওহে মায়াবন বিহারিনী চিত্তহারিণী,
কোথা লুকিয়ে রইলে গগনচারিণী!
চিত্ত হরে!কোথায় তুমি চিত্তহারিণী,
বিরহ বেদনা যন্ত্রনার ত্রাণকারিণী!
আসিবে! তাগড়া জোয়ান শীর্ণ করে,
কেন আছো লুকিয়ে!তব অপেক্ষাতে,
নির্ঘুম দীঘল রাত যায় চলে!আসবে!
বিস্তীর্ণ আকাশের তারকারাজি গুনে,
হিসাব রাখি তব আগমন!ক্ষণে ক্ষণে!