রিমঝিম বৃষ্টিস্নাত গোধূলি লগ্নে,
বাহুডোরে বাঁধিব তোমাকে‌‌ ভালোবেসে,
একেবারে আপন হয়ে তোমাতে আমাতে‌।

মিটিমিটি হাসতে থাকা তারকা দেখে,
রাত্রি যাপন করিব নির্বিঘ্ন উপভোগে,
সম্ভোগ একে অপরে একাকার হয়ে।

মুক্তার ন্যায় চন্দ্রিমার জোৎস্না বিলাসে,
দুজনে হারাবো আপন মনে খুব গভীরে,
অতল গহ্বরে তলিয়ে তোমাকে নিয়ে।

কলকল ধ্বনিতে বয়ে চলা নদী তটে,
বসে থাকবো উদাস মনে তোমাকে নিয়ে,
তোমার হস্ত ধারণ করে পাশাপাশি বসে।

শো শো‌ শব্দে বয়ে চলা ঝাউ বাগানে,
তব পানে তাকিয়ে থাকবো অপলক দৃষ্টিতে,
মাঝে মাঝে ভালোবাসার পরশ বুলিয়ে দিবে।

শতাব্দী অমানিশার অন্ধকার রজনীতে,
তোমাতে খুব করে হারাবো একাকার হয়ে,
সব বাধা উপেক্ষা করে ভালোবেসে।

তব অস্তিত্বে একে একে বিলীন হয়ে যাবো,
কায়ায় প্রতিটি অংশে কালিমা লেপন করে দিবো।
প্রতিটি অংশেই থাকবে তোমার আমার_
কলঙ্কের ছাপ, কখনো বিলীন হবে না।