দুচনের দেশ, বেশ্যার বেশ, সোনার বাংলাদেশ,
নারী দিবসে নারীকে রেখে, নুনু কাঁটাকে,বাহ বেশ বেশ!
নির্লজ্জ বেহায়া প্রশাসন চমৎকার তোর রেশ!
কোথায় এহন জঘন্য কাজ তোর হবে শেষ?
নারীর অবমাননাকারী,
ধর্ষক তুই, নিরাপত্তাহীন সব নারী।
অদম্যনারী পাওয়ার কথা ছিল নারী_
কোন দোচনের লাগি, তা ফেল রূপান্তরকামী?
হাজারো রক্তের বিনিময়ে অর্জিত বাংলায়,
পাশ্চাত্যের অপরীতি! কত কি দেখা বাকি হেথায়!
থরে বিথরে সবখানেতে দেখি অপরাধের গাট্টি,
আর তুই প্রশাসন নুনু কেটে সেথায় বাধস পট্টি।