তাড়াতাড়ি আপন হওয়া মানুষগুলো নাকি খুব দ্রুত হারিয়ে যায়, তাই বলে মাত্র দুদণ্ডে তুমি হারিয়ে গেলে, কেনইবা এসেছিলে দু'দিনের তরে, ভালোবেসে কেনইবা নিদারুণ কষ্টে ফাঁসিয়ে দিলে আমায়?
তোমার সাথে ভালো করে পরিচয়টাও হয়ে উঠেনি, কখনো তোমার বদনখানিও দেখেনি, কিন্নরী কন্ঠের অমৃত সুধা শুনিনি, এতটা দ্রুত হারিয়ে যাওয়া কি বেশি দরকার ছিল?
শুধু এতটুকুই বলেছ ভুলে যাও আমায়, ক্ষমা করে দিও পারলে, তবে আমি তোমাকেই চাই পরিস্থিতি আমাকে তোমার হতে দিবে না, আদও তুমি কি এতটাই অসহায়?
বলেছিলে ভেবে নিও আমি হয়তো কোন প্রতারক, তোমাকে মিথ্যে বলেছি সবি, এই ভেবে হলেও ভুলে যাও, যার প্রতি একবার মায়া জন্মে তাকে কি কভু ভুলা যায়?
শেষ স্মৃতিটুকু মনে রাখতে তোমার একটি ছবি চাইলে বলেছিলে, অযথা কেন মায়া বাড়াইবে, ভুলে যাও আমি ভুল ছিলাম তব অস্তিত্বে, স্মৃতি কি কভু মিটিয়ে দেওয়া যায়?
প্রতিটি দিনের দীর্ঘ সময় ধরে তোমার সাথে বলা টেক্সট গুলো দেখি, এ যেন প্রতিটি শব্দে এক অলঙ্ঘনীয় ভালোবাসা, প্রতিটি বর্ণে জাগায় নতুন করে মায়া, কেন এমন করে চলে গেলে?
ভালো থাকো তুমি, নিজের যত্ন নিও, ভালো থাকার সুযোগ যদি না থাকে, ভালো থাকার কারণ যদি না থাক, শত সহস্র চেষ্টা করেও কি ভালো থাকা যায়?
✍️✍️✍️ মোঃ ছানা উল্লাহ।