সত্য, তুমি বড়-ই মহান ৷
নেই তোমার কোন পিছুটান ৷
তুমি বীর-তুমি সম্মান, বাড়াও বাহকের ৷
সত্য তুমি'যে দাও বাতলে, পথ মোরে হকের ৷
সত্য তোমাকে বড় ভালবাসি,
নিন্দুক চোখে তাই আমি দোষী,
ব্যঙ্গ করিয়া বলে তাহারা, কর সাধুতার ভান ?
তবুও সত্য আমার কাছে, তুমি যে মহান ৷
সত্য তোমাতে দেখি আমি আলো,
গুরূজনে কহে এই পথ ভালো,
মুছেদিবে তুমি আধার কালো,
এই মিছে ধরণীর ৷
চলিব আমি তোমাতে চাপিয়া,
ফেলে যায় যদি তব মোর পিয়া,
তবুও "সত্য" তোমাকে ছাড়িয়া, যাইবার নাহি চাই !
সত্য তুমি থাকিলে সাথে, মরণেও ভয় নাই ৷
© Md Saiful Prime