রাত পৃথিবীর আসল রূপ, যায়না দেখা কিছু-
দিনের আলো ছুটে আসে, সূর্যি মামার পিছু ৷
তার কাছেই ভিক্ষা নেয়- মিষ্টি চাঁদ আলো ৷
পূর্ণিমাতে চাঁদ মামারে লাগে অনেক ভালো ৷
শীত সকালে শিশির ভেজা ঘাস যে ভালো লাগে—
খুকুমনি ভাত মাখাল তাইতো লাল শাকে ৷
বিকেল বেলা গাছি পাতে হাড়ি খেজুর গাছে—
পর সকালে পূর্ণরসে ফেরৎ নিয়ে আসে ৷
বসন্তের ঐ কোকিলা সূর, কার না কানে বাজে—
খুকুমনি দেখনা আজ, কত ফুলে সাজে ৷
শিশির ভেজা ঘাস যে আমার গাঁয়ের পথের বাঁকে-
একটুখানি ছুয়ে দিতে, কার না ভালো লাগে ?
আষাঢ় মাসে বাদলা দুপুর হয় খিচুড়ির ধুম-
শীতল হাওয়ায় এলো বুঝি, খুকুমনির ঘুম ৷
গ্রীষ্মের ঐ বিকাল বেলা, কেটে যেত নানান খেলায়-
পুকুর জলে কলার ভেলায়, পার হত দুপুর ৷
খুকুমনি বাঝায় নূপুর, ঝুমুর, ঝুমুর ৷
© Md Saiful Prime