আঁখি মেলে এই দুনিয়া দেখেছি যেদিন-
জানি না যে কোন কারনে, কেঁদেছি সেদিন ৷
আবার যেদিন চলে যাব, এই দুনিয়া ছেড়ে;
হয়তোবা শেষ আবার সেদিন, কাঁদব অঝরে ৷
আসা যাওয়ার এই ভুবনে কেউ নাহি রবে;
আজ অথবা কাল সবার-ই চলে যেতে হবে ৷
যাওয়ার টিকিট নিশ্চিত জানি, যেতে নাহি চাই ৷
যত রকম চেষ্টা কর, থাকার উপায় নাই ৷
গুছিয়ে নাও সম্বল ওই কবর দেশের লাগি-
এই দুনিয়ার মিথ্যে সবই, সবই যেন ফাঁকি ৷
শূন্য হাতে যেতে হবে, সম্পদ সব পরে রবে, করবে ভাগাভাগি ৷
তোমার জন্যে একটু সওয়াব, কেউ পাঠাবে কি ?
সম্পদ গড় পরকালের, দুনিয়া দারি নয় ৷
এ সম্পদে কাটিয়ে দেবে কবর দেশের ভয় ৷
স্মরণ রাখ "চলে যাব" এই দুনিয়া ছাড়ি;
সবকিছু-ই পরে রবে, সম্পদ, বাড়ি, গাড়ি ৷
© Md Saiful Prime