অবসর দিনগুলো এখনো ফুরোয়নি-
কতদিন আছে আর বাকি ?
তোমার ফেরার পথে আমি অপেক্ষায়-
এখনো ঠায় দাঁড়িয়ে থাকি ৷
পরীক্ষা শেষ হল সাল দু-হাজার দশে;
পঞ্জিকার আমি ঠিক সামনে বসে-
এখন দেখছি সাল আঠার ৷
আমার দু-চোখ যেন কপালে গেছে উঠে;
সময়টা কিভাবে হারাল!
এইতো সেদিন পরে, স্কুল সিঁড়িঘরে-
তোমার মাথায় ফুল ছিটালাম ৷
দুই হাত এক করে, ভিন্ন ক্যারিকেচারে-
তোমায় ভালবাসি জানালাম ৷
অতঃপর স্কুল শেষে, তোমার পাশে পাশে-
হেঁটে গিয়েছি আমি বহুদূর ৷
তুমি হয় ভুলে গেছ, ভুলে যেতেই পার;
সাক্ষী বিকেলের রোদ্দুর ৷
রেজাল্ট প্রকাশ হতে কিছুদিন দেরি হবে;
পরীক্ষা শেষে চলে অবসর;
আমার দিনগুলো কাটেনা তোমায় ছাড়া;
তুমি ছাড়া সব যেন বালুচর ৷
অবসর দিনগুলো শেষ হবে কবে বল;
আবার হাঁটব পাশে দুজনে ৷
তোমার কপালে আঁকা চুমুখানি এইবার-
সত্যি সত্যি দেব গোপনে ৷
আমরা আপন হব, খুব কাছাকাছি রব;
দুঃখ কি করে বল আসবে!
দুজনে চড়বো কোন বৈঠা বিহীন নায়ে;
সীমাহীন সে জলে ভাসবে ৷
অতঃপর নদী তীরে দুজনে হাত ধরে-
হেঁটে হেঁটে চলেযাবো বহুদূর ৷
গোধূলি বিকেলের রঙিন সূর্যালোকে-
পোহাব একটুখানি রোদ্দুর ৷
পূর্ণিমা চাঁদ রাতে বসব ছাদের কোনে;
ভিজবো আলোর বৃষ্টিতে ৷
বুকেতে রেখ মাথা, তোমায় দেখাব চাঁদ;
আঙুল রাখব দৃষ্টিতে ৷
ভ্রমর সে কি বলে! তুমি নাকি গেছ চলে-
অবসর ফুরোবেনা কোনদিন ৷
বুঝনা হয় তুমিও, তোমাকেই ভালবাসি;
ভালবেসে যাব বাচি যতদিন ৷
বিঃদ্রঃ- এখানে অবসর দিন বলতে ছুটির দিন বোঝানো হয়েছে ৷
© Md Saiful Prime