মাস্টার্স শেষ করে, জব হল আট হাজারে-
মূলধন ফুরিয়েছি শিক্ষায় ৷
অপরের কাছ থেকে, ধার দেনা করে চলি-
এর চেয়ে সুখ যেন ভিক্ষায় ৷
সরকারি চাকরিতে লোক নেবে সাত জন-
আবেদন সতের হাজার!
মাথাপিছু পাঁচ শত, মোট তারা নিল কত;
গড়বে কি টাকার পাহাড়!
লোক গুলো চায় কি, চাকরি পায় কি;
শতকরা টিকবে কত ?
পাঁচ শত টাকা করে, কতবার চাঁদা দিয়ে,
হতে হবে আমাদের ব্যর্থ ?
সাদা রং শার্টটাতে-পকেট টা ঠিকই আছে,
নেই তাতে মাইনের টাকা ৷
হয়তোবা মাঝে মাঝে, বাসের টিকিট রাখি,
বাকিটা সময় থাকে ফাঁকা ৷
এনজিও বীমা থেকে, কিছু টাকা ঋণ দিল-
বন্ধক রেখে দলিলাদি ৷
জমিটাই কেড়ে নেবে, ভোক্তাকে ছেড়ে দেবে;
ঋণ শোধ না করি যদি ৷
মাসে যে বেতন পাই, ঘরে ফিরে কিছু নাই-
কি করে শুধব আমি ঋণ ৷
চক্রবৃদ্ধি হারে বারিয়া চলছে দেনা-
শোধ করা বড়ই কঠিন ৷
© The Prime Saiful