জীবন তরী- এসেছ ছাড়ি, জন্মের সাথে সাথে ৷
ওপারে তুমি পৌছবে কবে; আমাকে নামাতে ?
দিচ্ছি পাড়ি জীবন নদী, জীবন তরী চড়ে-
কতটুকো তার পাড় হয়েছি, থামব কত পরে ?
পৌছে কি গেছি জীবন নদীর প্রায় শেষ প্রান্তরে-
নাকি এখনও মাঝ পথে নাও, বুঝিব কেমন করে ?
জীবন নদীতে ডুববে না নাও, দিবেই নদী পাড়ি-
পৌছে দেবে সময় শেষে, তোমায় আসল বাড়ি ৷
কোন নাও চলে দ্রুত গতিতে, কোন নাও চলে ধীরে-
তাই-তো কেউ পৌছায় আগে, কেউবা আবার পরে ৷
আমার নায়ের গতি কেমন, আমার তা নেই জানা;
খুব দ্রুতই পৌছব বাড়ি, নাকি তা পারবনা ৷
নাওয়ে যখন চড়েছ তুমি, পাড় হবে এই নদী;
ভেবনা তোমার নাও খানির-ই হবে ধীর গতি ৷
সম্বল কিছু নিয়েছ কি সাথে, দিচ্ছ নদী পাড়ি-
নাকি আবার শূন্য হাতে- যাচ্ছ তোমার বাড়ি!
জীবন তরী চলছে সবার, কজন খেয়াল করে!
হয়তো তরী পৌছে যাবে, আর কিছুক্ষন পরে ৷
তরী তোমার পৌছে যাবে, সম্বল নিয়ে নাও ৷
ফেরৎ সে তো আসবেনা আর, যতই তুমি চাও ৷
© Md Saiful Prime