তুমি কি মা ভুলেই গেলে!
তোমার ছেলে,
রক্ত ঢেলে,
এনেছে স্বাধীনতা ৷
ভুলে কি মা গেছ তোমার-
রফিক, সালাম, জব্বারেদের কথা ?
একুশের ঐ ভরদুপুরে,
তোমার ছেলের রক্তঝড়ে,
ভাসিল রাজপথ!
সেদিনই নিয়েছি মা,
তোমায় স্বাধীন করিবার শপথ ৷
পঁচিশের ঐ কালো রাত,
চারিদিকে আর্তনাদ,
শূন্যে অগ্নি শিখা!
ইতিহাসের পাতায় পাতায়,
সেসব স্মৃতি আছে আজো লেখা ৷
জানি মা জ্বলছে আজো তোর বুকেতে,
ছেলে হারানোর শোক-
প্রার্থনা করি তাদের বেহেশত্ নসিব হোক ৷
দুচোখে আগুন জ্বলে,
যখনই ভাবি-
সেই বর্বরতা,
ত্রিশ লক্ষ শহীদ "রক্তের বিনিময়ে স্বাধীনতা" ৷
রক্তদিয়ে পূর্বসূরী দেখিয়ে গেছে পথ,
আমরা কি মা তোমার চোখে নইক যথাযথ ?
ভেবনা তোমার ছেলে,
কখনও শত্রু এলে,
রবে মা নিশ্চুপ!
কখনো ভয় করোনা,
রাখব স্বাধীন আমরা তোমার বুক ৷
আমরা ও লড়ে যাব,
হয়তোবা প্রান হারাব-
করিনা তার ভয়!
আমরা শহীদ হব,
এ আমাদের মরন-তো মা নয় ৷
© Md Saiful Prime