কাজী নজরুলের ঠাই হয়েছে,
মসজিদের-ই পাশে ৷
মুয়াজ্জিনের আজানের সুর,
আমার কানেও বাজে ৷
কি সুমধুর সেই আহ্বান,
শুনে জুড়ায় প্রান!
এর চেয়ে মধুর হয় না মনে,
কোন সুর আর গান ৷
নিশ্চুপ হয়ে কাঁধে কাঁধ করি,
কাবা দিকে করে মুখ;
দাঁড়াই স্বীয় প্রভুর দরবারে,
এরচেয়ে কি আছে সুখ!
ধনী গরীব নেই ভেদাভেদ,
নেই সাদা কালোর ৷
এটিই সত্য, সমুচ্চ পথ,
দিশারী আলোর ৷
এই আহ্বান নামাজের আর কল্যানের হে ভাই-
ডাকার জন্যে এরচেয়ে যে, ভালো পথ আর নাই ৷
ডাকিছে তোমারে, দিচ্ছকি সাড়া ?
বিচার দিবসে খাইবে কি ধরা ?
নিজের জন্যে গরিও না কারা,
গভীর দোজখেতে-
মৃত্যু তোমার হবে নিশ্চিত,
পারবে না ফেরাতে ৷
আজান হল, আজান হল,
শুনছ কি হে ভাই ?
ওজু করে চল সবাই,
নামাজ পড়তে যাই ৷
© Md Saiful Prime