সমুদ্রে ঝড়ের কবলে পড়ে
তীরে এসে যখন তরী ভিড়ে;
অচেনা এক আগন্তুক এসে বলে, হে মাঝি!
সমান্য ঝড়েই, ভয় পেয়ে গেলে নাকি?
মাঝ সমুদ্র তো এখনো খরস্রোতা
ক্ষণে-ক্ষণে আসে জোয়ার ভাটা,
সামনে এই অন্ধকার পথে-
পাড়ি জমাবো কোন কূলে?
অচেনা আগন্তুক হেঁসে বলে,
তবে শপথ নিলে কি বুঝে
যাত্রীদের মিথ্যে আশ্বাস দিলে; কেমন করে,
কেমন করে পাড়ি জমাবে-
বিজয়ী মাঝির বেশে।
মাঝি বলে আকাশ পানে তাকিয়ে,
তুমি কি আসবে আমাদের সাথে-
পথ দেখাতে ; নতুন করে?
মিথ্যে আশ্বাস কেন দাও মাঝি!
চল তবে, একসাথে পথ চলি
তরীর যাত্রী হয়ে; একসাথে স্বপ্ন দেখি
আমি যে তোমারই অপেক্ষায় আছি