ছিলো তো অনেক প্রত্যাশা
কালবৈশাখীর ঝড় এসে
তছনছ করে দিলো সব আশা,
চেয়েছিলাম একটা সুখের সন্ধ্যার
অথচ, পেলাম দুঃখ ভরা অন্ধকার।

কথা ছিলো ঝড়ের দিনে একসাথে থাকবো
দুজনে মিলে নিজেদের গল্প আঁকবো-
মিছে আশ্বাস রয়ে গেছে
কালবৈশাখী ও এসে গেছে।

ঝড়ের তাণ্ডব লীলায় দিশেহারা আমার হৃদয়-
মানুষ ভেবেছিল ঝড় উঠেছে আকাশে
কিন্তু, আমার মন বিষাদগ্রস্ত ছিল বৈরি বাতাসে
দুঃখরা এসেছিল, সুখের ডানায় ভর করে।

বলেছিলাম অনেক তো হলো মিথ্যে আশ্বাস,
আর করবোনা মানুষ রূপী হায়নাদের বিশ্বাস-
তারা ছেয়েছিল করতে-
আমাদের সুখের ঘুম কেড়ে নিতে
দুঃখের বোঝা চাপিয়ে দিতে।

আকাশের কালবৈশাখী থেমে গেছে
আকাশ এখন খুব আনন্দে আছে,
অথচ, আমার হৃদয়ের কালবৈশাখী আরো বেড়ে গেছে
হৃদয়টায় জমাট বাধা অন্ধকারেরা এসে হাজির হয়েছে।