নিজেকে নতুন করে দাড় করাবো বলে
প্রতিদিন দাড় করাই কত মিথ্যে যুক্তি;
দিন শেষে মিথ্যের বেড়াজাল ছেড়ে
সবাই চায় যে; হোক তার মুক্তি।

অসুস্থ এই শহরের লোকদের মানসিকতা-
পরিমাপের নেই কোনো নিক্তি।

দিনশেষে ক্লান্ত শরীর নিয়ে
হেলে-দুলে হেঁটে যাই পথের ধারে,
মুক্তির খোঁজে রক্তক্ষরণ হতে থাকে
মস্তিষ্কের গহীন রাজ্যে।

চারিদিকে কত হাঁসি মুখ দেখি
হাঁসির অন্তরালে নিজেদের দুঃখ চেপে যায় তারা,
অসুস্থ এই মানুষদের শহরে এসে করি-
একটু সুখের পাঁয়তারা।

সুখ-সুখ-সুখ খোঁজ করে পেলাম
বুকভরা দুখ,
তবুও শত দুঃখের মাঝে, মানুষের মাঝে খোঁজ করি;
একখানা হাঁসি মাখা মুখ।

মরীচিকাময় এই ধরণীতে;
সুখ খুঁজে পাবো কিসে?
অভিনয়ের হাসিমাখা মুখ ছেড়ে-
বিশ্রাম নিবো কবে?

অবশেষে ঘুমের রাজ্যে হারিয়ে যাই আনমনে,
আবারো ফিরবো বলে-
নতুন কোনো অভিনয় মাখা মুখ নিয়ে;
পরবর্তী সূর্যোদয়ের সকালে।