বুকে স্বপ্ন নিয়ে একটি লোক অবিরাম হেঁটে যায়...
চৈতন্যে স্বপ্ন নিয়ে একটি লোক অবিরাম হেঁটে যায়…
দিগন্তে মিশে যাবার আগে সে স্বপ্নটি নীলিমায় রেখে যায়-
সেই স্বপ্নটি একসময় আরেকজন লোকের চোখে চলে যায়…
আরেকটি লোক সেই স্বপ্ন বুকে নিয়ে অবিরাম হেঁটে যায়…
আরেকটি লোক সেই স্বপ্ন চৈতন্যে নিয়ে অবিরাম হেঁটে যায়...
দিগন্তে মিলিয়ে যাবার আগে সেও স্বপ্নটি নীলিমায় রেখে যায়-
অতঃপর স্বপ্নটি একসময় আরেকটি লোকের চোখে চলে যায়-
এভাবে স্বপ্নটি চলতে থাকে পথে পথে…
এভাবে স্বপ্নটি উজ্জীবিত হয় চৈতন্যে চৈতন্যে...
এভাবে স্বপ্নটি বিস্তারিত হয় চোখে চোখে...
এভাবে স্বপ্নটি বেঁচে থাকে বুকে বুকে...।