(উৎসর্গঃ আনিসুল হক)
এক।
তোমায় নতশিরে করি কুর্নিশ,
পুড়েছ অনলে আমায় অহর্নিশ;
দেব না কখনো কোন অগ্নিবলয়,
তুমি কবিতার প্রাণ নিত্য কাব্যময়।
দুই।
তোমায় নমস্কার শতকোটি বার,
দিয়েছ বেদনা অশেষ অপার;
কি দেব প্রতিদান রিক্ত আমি,
নিতে পারো একটি কবিতা প্রণামী।