আর কোনদিন ফিরে আসিবে না সে
এই বুড়ী বংশীর তীরে,
ভরিবে না ধূসর কলস তাঁহার রূপোলী জলে।
আর কোনদিন সাঁতার কাটিবে না সে হায়
হংসমিথুনদের সাথে,
অপরূপা মীনকন্যাদের সাথে সে যে
হারায়ে গিয়েছে জলের অন্ধকারে।
ধূলো-বালি-কাঁদা মাখা বাংলার মেঠো পথে
আর কোনদিন হাঁটিবে না সে,
বাজিবে না ঘুঙুর তাঁহার করুন শঙ্খের মতো সুরে।
কলমির দামে কচুরিপানার ভীড়ে
আর কোনদিন নামিবে না সে,
আর কোনদিন বাজিবে না হাতের কঙ্কন তাঁহার
জলাঙ্গীর বিরোচিত প্রাণে।
পেঁচার ডানায় অন্ধকার নেমে এলে
নরম নক্ষত্রের আলোয়
খুঁজে তাঁরে ক্লান্ত চিলের সোনালী চোখ।