কিছুক্ষণ আগে মারা গেলেন মা,
টের পেয়েছি তার আত্মার প্রস্থান-
আমার হাতেই ছিল মা’র হাত।
কর্কট রোগে ধুঁকতে ধুঁকতে
ক্লান্ত-শ্রান্ত পরাজিত মা অবশেষে
এই কিছুক্ষণ আগে মারা গেলেন।
রাত-জাগা নির্ঘুম চোখ-কোন জল নেই-
শুধু রক্তাক্ত গোধূলির রক্ত রংয়ে আঁকা;
বিভ্রান্ত শরীর নিথর নিশ্চুপ
ধূলিধূসরিত শাহবাগ চত্তরে।
অন্ধকারের জরায়ু ছিঁড়ে একটু একটু করে
ভোরের আলো ছড়িয়ে পড়ছে,
তবু কোথাও কোথাও অন্ধকার থেকেই যায়…
এই কিছুক্ষণ আগে মারা গেলেন মা।