ইসলামের এক খুঁটি যাকাত
আল্লাহ তায়ালার বিধান
কুরআনেতে বলেন আল্লাহ
সৃষ্টিকূলের সব সমাধান।
নেসাব-সম সম্পদ যাহার বছর ঘুরে থাকে
যাকাত তাহার ফরজ হয় –
কুরআন-হাদিস আলোকে।

যাকাত কেনো দিচ্ছোনা ভাই ?
খাচ্ছো গরিবের হক!
তোমার মতই অন্ন-বস্ত্রে আছে তাহার শখ।
হিসেব করে যাকাত বিলাও
গরিব-দরিদ্রের মাঝে
না-হয় তোমার কবরে যাবে অর্থ-সম্পদ
কঠিন আজাব সাজে!
যাকাতের ওই হিসেব নিতে আলেম নাহি খুঁজে
খানিক-কয়টা দান করিয়া প্রচার করে –
লোক সমাজের মাঝে।

রচনাকাল: ১৪ মার্চ ২০২৫, 02:28PM