এই হৃদয়ে কলধ্বনি শুধুই তোমার ছবি,
ইয়া নবি নবি  ইয়া নবি নবি ইয়া নবি ২ বার।
ভুলে গেছি ওগো নবি তোমার দেখানো পথ
গোনাগারের লাগি তুমি কাঁদো দিনরাত ২ বার  
তোমার লাগি ওগো নবি ছাড়তে পারি সবই, ইয়া নবি নবি ইয়া নবি নবি ইয়া নবি ২বার
মন ভুলেনা কবো তোমায় সারাটিক্ষন বাঁজে
উম্মতের এক কান্ডারী হায় বিশ্ব-ধরার মাঝে ২বার। কল্পনাতে ভাবি নবি আঁকি তোমার ছবি।
ইয়া নবি নবি  ইয়া নবি নবি ইয়া নবি ২বার।
দেখিনি হায় কবু তোমায় দেখিতে মন সারা
তোমার নূরের দর্শন পেতে হই যে দিশে হারা ২বার। ঘুমের ঘোরে স্বপ্নে এসে দেখা দিবা নি? ইয়া নবি নবি  ইয়া নবি নবি ইয়া নবি ২ বার।
তোমার প্রেমে পাগল এই মন,ভুলিয়া যাই অন্য সবই
ইয়া নবি নবি  ইয়া নবি নবি ইয়া নবি ২-৩ বার।

রচনাকাল: ৩ জানুয়ারী ২০২৫, 01:00AM