লিখলেই কি কবি হয় ছন্দ-গল্প-ছড়া?
প্রেম-ভালোবাসা-বিরহের কবিতে পূর্ণ ধরা।
আবেগ দিয়ে লিখে মনগড়া বাক্য
আবেগী পাঠকরা পড়ে বলে বাস্তবতার সাক্ষ্য।
ডিজিটাল লেখক দ্বারা ধ্বংস আজ সাহিত্য
অনেকেরই আছে জানা তাদের তথ্য।

সাহিত্যকে ভাবে কেহ খেল-তামাশা
কিছু সংখ্যক আগাছার লাগি –
সাহিত্য গজতের সকলের দুর্দশা!
আমরা বাঙালি আবেগি জাতি
আবেগে যাই গলে –
দেশের শীর্ষ স্থান দখল করছে কেহ ছলে।

কবি যারা ছিলেন পূর্বে, শুনো তাদের বাণী
গা শিউড়ে ওঠে নয়ন নিড়ে জমে পানি!
মন কেড়ে নেয় –
তাদের অছন্দ গোছানো কথাগুলো
ডিজিটাল একদল কবির লাগি মান হানি হলো।

রচনাকাল: ০৭ মার্চ ২০২৫, 09:52AM