কাউকে পছন্দ করলে দ্বীনদার দেখে করো,
যে তোমাকে সর্বদা সত্য কথা বলবে।
কাউকে ভালোবাসলে ইমানদার দেখে ভালোবাসো, যে তোমার বিশ্বাসের মান রাখবে।
কাউকে বন্ধু বানালে নৈতিক-ওয়ালাকে বানাও,
যে কখনো তোমাকে বিপদে ফেলবেনা।
কাউকে সঙ্গী বানালে চরিত্র জেনে নাও,
যে তোমার সাথে বেঈমানি করবেনা।
পথ ভুলে গেলে মুমিনকে খুঁজে নাও,
যে সর্বদা সত্য পথ দেখাবে।
সফলময় জীবন চাইলে রাসুলুল্লাহ(সাঃ)- কে
অনুসরণ করো,
যা তোমাকে আল্লাহর রহমত পেতে সাহায্য করবে।
দু’জাহানের সাফল্য পেতে আল-কুরআনকে আঁকড়ে ধরো,
যা তোমাকে বিশ্বনবীর শাফায়াত ও আল্লাহর জান্নাত পেতে সাহায্য করবে।
রচনাকাল: ১৩ জানুয়ারী ২০২৫, 02:26PM