পাঁচটি ভাই আর একটি বোন, ছোট্ট রবিউল
সারাটাদিন পাইনা খুঁজে ভিন্ন খেলায় মশগুল।
জন্ম তাহার ০৫ ই কার্তিক ১৪২৭ রোজ: বুধবার
নেত্রকোনা ইন্টারভিউ যেতে হয় আমার।
অক্টোবরের ২১ তারিখ ২০২০ সাল
১৪৪২ হিজরি ৩ রবিউল আউয়াল।
বেলা শেষে ০৪:৪৫ মিনিট হয়তো হবে প্রায়
আসরের সন্নিকটে ভূমিষ্ঠ হলো ভাই!

জন্ম মাস অনুযায়ী নাম রাখিলেন বাবা
রবিউল্লাহ ভালো হবে সাথে আউয়াল বলবা।
বয়স হইছে যেমন-তেমন দুষ্টামি করে খুব
শিশু ত নয় আচরণে বৃদ্ধ বয়সীর রুপ।

সবাই তারে আদর করে মাথায় তুলে রাখে
সবার ছোট্ট রবিউল্লাহ রাজকুমারের ন্যায় থাকে।
বাবার কাছে আবদার যতো ভাইয়ের কাছে বেশি
সকল আবদার পালন করি দেখতে তাহার হাসি।
আল্লাহ তারে বাঁচিয়ে রাখুক–
   সুস্থতায় দীর্ঘ হায়াত দিয়ে
আমাদের স্বপ্ন যত আশা শত রবিউলকে নিয়ে।

রচনাকাল: ২৭ ডিসেম্বর ২০২৪. 12:20PM