সবুজে ঘেরা চারিপাশে গ্রাম্য-বাংলার স্মৃতি
গোটা বিশ্বে পাবেনা আর নেত্রকোনা ব্যতি
জন্ম আমার ধন্য প্রভু, শুকরিয়া হাজার
দেখি যত মন ভরেনা অপূর্ব দূর্গাপুরের পাহাড়!
দেশ বরেণ্য, বিশ্বখ্যাত গুনীজনদের মেলা
তাদের তরে ধন্য আমি, হয়নি যদিও চলা।
জ্ঞানী-ভিড়ে তুচ্ছ আমি যদিও পাইনা সারা
আমার কাছে শ্রেষ্ঠ তুমি না মানিবে কারা?
ছয় ঋতুতে ছয় পরিবেশ ভিন্ন রংয়ের সাঁঝ
খুব বেশি মনে পড়ছে তাই লিখলাম কিছু আজ।
ঐতিহ্যের এক শ্রেষ্ঠ খাবার চিনে সবে বালিশ
মাছের রাজ্যেও নেত্রকোনা অপর্যাপ্ত ইলিশ।
স্মৃতি আমার বুকে গাঁথা মন ভুলেনা কবো
অপূর্ব তর দর্শন পেতে মৃত্যুর পরেও আসবো!
বিশ্বকে আজ বলবো ডেকে অঙ্গুলি ইশারায়
রূপে-গুনে যাচাই করো, শ্রেষ্ঠ কে আজ হয়?
মন চাহে বারেবারে তোমার তৃণবুকে–
গাঁ বিছিয়ে শুয়ে দেখি তোমায় অন্তর্চোখে।
তুচ্ছ আমার ধ্যান-ধারনা, গুন যে তাহার অসীম
তোমার বুকে প্রভুর চরনে হয় যেনো অন্তিম।
২৮ ডিসেম্বর ২০২৪, 10:16PM