সফলতার চাবিকাঠি ইচ্ছা,শ্রম আর ধৈর্য্য—
তাহলে যে কেউ হতে পারে কৃতিকার্য।
ব্যর্থতার চাবিকাঠি –অবহেলা আর ভয়,
বাস্তব জীবনে তাদেরই আসে বারবার পরাজয়।
অবুঝ জাতি মোরা–
ছোট্টকে তুচ্ছ ভেবে ছুড়ে ফেলি দূরে,
যাচিয়ে দেখ "মহৎ গুন" থাকতে পারে তার ভিতরে।
তকদিরেতে লিখন আমার যাহা হবার হবে,
এই কথা ভাবিলে তোমার মতো কপাল পোড়া
হবেনা কেউ ববে;
তকদিরেতে আস্থা ইমানের একাংশ–
চেষ্টা বিনে গন্তব্য-স্বাদ পাইবে কিভাবে?
কত দিন কত সময় কাটে অবহেলা —
এমনিভাবে পুরাবে একদিন তোমার জীবনের খেলা!
সূর্য ডুবিলেই আঁধার হবে, আমরা সবাই জানি
হায়াত পুরালেই চলে যাবে দেহের আত্নাখানি।
রচনাকাল: ২৭-০৪-২০২৩,,৪:৫০pm