জীবনে কতজনের সাথে চলাফেরা করলাম
কই কাউকে ত তোমার মতো পেলামনা!
জীবনে কতজনের সাথে কথা বললাম
তোমার মতো মিষ্টির স্বরে ত কেউ বলেনা!
জীবনে ত কতজনকেই হারালাম –
তোমাকে হারানোর মতো কষ্ট ত পেলামনা!
তেমাকে হারানোর পর থেকে অদ্ভুত এক অনূভুতি
যেটা আর কখনো হয়নি।
তুমি কি জানো কেনো এমন হয়?
কারণ– আমি তোমাকে আমার চাইতে অনেক অনেক বেশি ভালোবাসি!
আজ তুমি নেই বলে আমি শান্তশিষ্ট-ভদ্র একেবারেই চুপ হয়ে গেছি।
রচনাকাল: ২০-১২-২০২৪,7:19pm