তুমি ত আমাকে ছেড়েই গেলা
আমার কাছে ক্ষমা চেয়ে–
সারাজীবনের জন্য অন্যের হয়ে গেলা।
কিন্তু আমার কি হবে
তা কখনো ভাবলেনা।
তুমি কি জানো? –
আমার মনটা আমার সাথে অভিমান করেছে।
তুমি কি জানো? –
মনটাকে কতো আশায় রেখেছিলাম
বলেছিলাম তোমার ভালোবাসা এনে দিবো!
কিন্তু আমি ব্যর্থ হলাম, তোমার ছলনার কাছে।
কখনো বুঝতে পারিনি পূর্নিমায় অমাবস্যা চলে আসবে।

রচনাকাল: ২০ ডিসেম্বর ২০২৪, 12:42PM