দু’চোখ মেলে দেখি শুধু দুনিয়ারি খেলা
বেলা শেষে সন্ধ্যাবেলায় ডুইবা গেলো বেলা
প্রভাত পেরে সকাল বেলা কিচিরমিচির পাখি
তখনও ত ঘুমে কেহ, বুজে দুটি আঁখি!  
আমি শুধু চেয়ে দেখি কেহ করে হেলা।
দু’চোখ মেলে দেখি শুধু দুনিয়ারি খেলা

সূর্য উদয় হইলো দেখি পূর্বালী আকাশে
নবজীবন পাইলো যেন, উদ্ভিদ-ছোট্ট ঘাসে।
আমার মনেও নাড়া দিলো শিশিরের ওই কিরণ
সুমিষ্ট হাওয়া বহে মিশ্রণে করলো মনে হরন।
সূচিত হলো দিনের পথচলা
দু’চোখ মেলে দেখি শুধু দুনিয়ারি খেলা।

মানুষ কত পশু শত আপন পেটের দায়ে
ছুটছে দেখো খাদ্য পেতে মাঠে ক্লান্ত গায়ে।
অলসতা নেই’কো যাহার, করেনা সে হেলা
দু’চোখ মেলে দেখি শুধু দুনিয়ারি খেলা।

রচনাকাল: ০৩ ফেব্রুয়ারী ২০২৫, 09:56PM