আমিও সবার মতোই সুখ চাই
কিন্তু, আমার টাকা-সম্পদ নাই!
আমারও বন্ধু-বান্ধব আছে
কিন্তু, তাদের সাথে চলার সামর্থ্য নাই!
আমারও আত্মীয়-স্বজন আছে
কিন্তু, তাদের মন রাখতে পারিনাই!
আমার এলাকাতেও বিত্তবান-প্রতাপশালী আছে
কিন্তু, তাদের মনুষ্যত্ব ও মানবতা নাই!
আমারও ভাই-বোন আছে
কিন্তু, তাদের চাহিদা মেটাতে পারিনাই!
আমারও মা-বাবা আছে
কিন্তু, তাদের যোগ্য সন্তান হতে পারিনাই!
আমারও একজন শ্রেষ্ঠ আদর্শ আছেন
কিন্তু, সেই নবির খাঁটি উম্মত হতে পারিনাই!
আমারও একজন আল্লাহ আছেন
কিন্তু, সেই আল্লাহর প্রিয় হতে পারিনাই!
আমিও চাই জান্নাতে যেতে
কিন্তু, আজও চাবি পেলামনা!

রচনাকাল: ২৫ মার্চ ২০২৫, 07:30PM