দুনিয়াবি দাপট আর ক্ষমতা চলবে ততকাল
মাটির খাঁচায় বন্দী পাখি থাকবে যতকাল!
উড়ে যেতে ব্যাকুল পাখি, কবর ডাকছে রোজই
অর্থ-সম্পদ ক্ষনস্থায়ী জেনেও তাহা খুঁজি।
সকল মায়া স্মৃতি হবে নয় কেহ অজ্ঞাত
কবর-হাশর বহু দূরে, হতে চাই আরো খ্যাত!
রঙ্গ মেলায় মেতে তুমি সৃষ্টিকর্তায় গেছো ভুলি
তবুও দয়াময় তোমার লাগি –
রহমত-রিজিক-নিয়ামত রেখেছেন সদা খুলি।
দুনিয়াবি অর্থ-ক্ষমতা চাহিনা ওগো প্রভু
রেখো সদা সত্য পথে –
পথভ্রষ্ট হইনা যেনো কভু।
পরপারের প্রতিনিধিত্ব যদি আমি পাই
তোমার কাছে ভবমাঝে চাওয়ার কিছু নাই
যদি হই পাপে লিপ্ত, যদি যাই সত্য পথ ভুলে
আপন দয়ায় ঠাঁই দিও ওগো প্রভু–
তোমার রহমের ছায়াতলে।
বিঃদ্রঃ– প্রতিনিধিত্বঃ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে কাজ করার জন্য নিযুক্ত ব্যক্তি, জামিন।
রচনাকাল: ০১ ফেব্রুয়ারী ২০২৫, 06:22 AM